Web Analytics

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং সদস্যরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। একই অধিবেশনে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব গৃহীত হয়।

অধিবেশন শুরুর আগে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশে শোক প্রস্তাব পাঠ করেন। এরপর উপস্থিত সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়, যেখানে প্রধানমন্ত্রী মোদি, মন্ত্রিসভার সদস্য ও রাজ্যসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন।

Card image

Related Rumors

logo
No data found yet!