বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই— সেই সঙ্গে অন্য অধিকারগুলোও চাই। যেমন, ছাত্রদের অধিকার চাই। তিনি বলেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থেই একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আরো বলেন, সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। এ জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে।