Web Analytics

বগুড়ায় প্রেম করে পরিবারের অমতে বিয়ে করার তিন মাস পর স্ত্রী আফিয়া আক্তার স্বপ্নাকে (২০) হত্যার অভিযোগে স্বামী রিয়াজুল ইসলাম নাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাসের সময় যৌতুক নিয়ে বিরোধের জেরে দাম্পত্য কলহ চলছিল বলে স্বজনদের অভিযোগ। তারা জানান, নাফিজের পরিবার বিয়েকে মেনে নিতে আফিয়ার পরিবারের কাছে ৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল দাবি করে। রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার পর স্থানীয়রা স্বপ্নাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নাফিজকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বগুড়া সদর থানার ওসি হাসান বসির জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।