অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। শুক্রবার সকালে দিনাজপুরের সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আগের মতো বাঁধাধরা নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড়।
মুহাম্মদ ফাওজুল কবির জানান, নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা সংস্কার, সংসদীয় গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না, তারা ‘না’ ভোট দিতে পারবেন। কাউকে ভোট দিতে বাধ্য করা হবে না। তিনি উল্লেখ করেন, এই সংস্কারের জন্য ১ হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। সরকার তাদের ত্যাগের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, অতীতের জুলাই অভ্যুত্থানে মানুষ ভোট দিতে পারেনি বা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারেননি। এবার নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন, যেখানে ধর্ম, দল বা বর্ণ নির্বিশেষে জনগণের পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।