Web Analytics

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের আটজন কর্মীর মধ্যে পাঁচজন ৪০ দিনের বেশি অনশন চালানোর পর হাসপাতালে ভর্তি হয়েছেন। স্কাই নিউজ পর্যালোচিত নথি অনুযায়ী, এটি ১৯৮১ সালের পর দেশটির সবচেয়ে বড় অনশন আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। অনশনকারীদের বিরুদ্ধে ইসরাইল-সম্পৃক্ত একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশ এবং রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে হামলার অভিযোগ রয়েছে, যেখানে দুটি সামরিক জেট ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অনশনকারীদের মধ্যে কামরান আহমেদ ও কেসার জুহরাহর শারীরিক অবস্থা গুরুতর। লেবার পার্টির এমপি জন ম্যাকডোনাল্ড বিচারমন্ত্রী ডেভিড ল্যামির হস্তক্ষেপ দাবি করেছেন, আর এমপি জারা সুলতানা সতর্ক করেছেন যে সরকার ব্যবস্থা না নিলে প্রাণহানি ঘটতে পারে। অন্যদিকে, কনজারভেটিভ এমপি রুপার্ট লো অনশনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়েছে। মানবাধিকার ও প্রতিবাদ অধিকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যা সরকারের নীতির ওপর জনচাপ বাড়াচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!