সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গরু চোরাচালানে জড়িত শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফের টহলরত সদস্যরা গুলি চালায়। গুলিবিদ্ধ শফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, শফিকুলের বুকে গুলি লেগেছে এবং তার গরু চোরাচালানে সংশ্লিষ্ট থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।