জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ১১ মাস অতিবাহিত হলেও হাজারো শহীদের আত্মত্যাগের বিচার হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে রাজকীয় মর্যাদা পাওয়াতে দোসররা হাসছেন, অথচ দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার কী করল? তিনি ভারতের আগ্রাসন, গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। মাদারীপুরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন।