রাজধানীর মোহাম্মদপুরে দিনের আলোতে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার বিকাল ৫টায় শেরশাহ শুড়ী রোডে শত দেড়শত মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। তবে অস্ত্র বের করে হুমকি দেওয়া ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এলাকাবাসী বেশ আতঙ্কিত। মূল ঘটনা, দুটি রিক্সা পরস্পর ধাক্কা লাগে। এই সময়ে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তির বাকবিতন্ডা শুরু হয়। ওই সময় অভিযুক্ত লোক পিস্তল বের করে হুমকি দিতে গেলে মোটরসাইকেল থাকা ব্যক্তিরা বাকবিতন্ডায় জড়ান। বেশি মানুষ দেখে অস্ত্রধারী চলে যায়।