শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে সিরাজগঞ্জবাজারগামী চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়, ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় গার্ডব্রেক বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং শীঘ্রই উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ট্রেন চলাচল বন্ধ থাকবে।