৩১ জুলাইয়ের মধ্যে সরকার 'জুলাই সনদ' ঘোষণা না করলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। ঢাকায় লং মার্চে এই ঘোষণা দেন মুখপাত্র শরিফ ওসমান হাদি, যিনি জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক বলে উল্লেখ করেন। সংগঠনটি ১৩ দফা দাবি তোলে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সহিংসতার বিচার, আহতদের পুনর্বাসন, সাংবিধানিক সংস্কার এবং ৩৬ জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি। তারা সনদটি জনমতের জন্য প্রকাশ করারও আহ্বান জানিয়েছে।