Web Analytics

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা সম্ভব। এটি এখন শুধু একটি ধারণা নয়, বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সংলাপে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ মেধাবী গবেষক, শিক্ষক ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা সামাজিকভাবে সচেতন বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছেন। এই লক্ষ্য থ্রি জিরোস বা তিন শূন্যকে কেন্দ্র করে : শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা চিরস্থায়ী কিছু নয়। আমরা এটি পুনর্গঠন করতে পারি, যা ব্যক্তিগত মুনাফার ওপর নয়, বরং মানবকল্যাণ ও টেকসই পৃথিবী নির্মাণের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।’

Card image

Related Rumors

logo
No data found yet!