ইটভাটা বন্ধ করতে গিয়ে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই, পরিবেশদূষণ হালকা বিষয় নয়, এটি কঠিন অপরাধ মন্তব্য করে উপদেষ্টা রিজওয়ানা হাসান পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘রংপুরে পাহাড় নেই কিন্তু কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। উপদেষ্টা বলেন, ‘পরিবেশ সংরক্ষণের ৪ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি সংস্থাকে সহযোগিতার কথা বলা হলে, সেই সংস্থা সহযোগিতা করতে বাধ্য।’ পলিথিনের বিষয়ে তিনি বলেন, ‘পলিথিন একটা নিষিদ্ধ পণ্য। আগামী তিন মাস সপ্তাহে একটি ক্রাস প্রগ্রাম হাতে নিতে হবে।