Web Analytics

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের এই নেত্রীর মৃত্যুতে বিএনপির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব খালেদা জিয়াকে অপরাজেয় নেতা হিসেবে উল্লেখ করেছেন এবং তার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন। তার জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পড়াবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!