রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঐ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গণঅভ্যুত্থানের হামলার তানোর থানার মামলায় তিনি জামিনে ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে গণঅভ্যুত্থানের একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে।’