প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, 'দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এখন হুংকার দিচ্ছে, হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসঙ্গে থাকা যাবে না।' অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণি ফিরে আসবে বনে। নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে। এই সময় তিনি জুলাইয়ে অসীম স্পৃহা দেখানো তরুণদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। ড. ইউনূসের ভাষায়, আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এই সময় উপদেষ্টা প্লাস্টিক উৎপাদন বন্ধের দিকে গুরুত্ব দেন।