স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম রব এক বিবৃতিতে বলেন, বিশ্বমানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণ পাওয়ার পর শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে। এই সময়ে তিনি বর্বরোচিত গণহত্যার সাথে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনাকে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ হবে বলে জানিয়েছেন। শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিকল্প নেই বলেও তিনি অভিহিত করেন। একটা সামগ্রিক দল গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনি অধিকার শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন রব।