অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যাংক ও এসএমই খাতে স্বচ্ছতা ও আস্থার সংকট কাটিয়ে উঠতে চলমান সংস্কার কার্যক্রম ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। তিনি জানান, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে এবং মাঝারি শিল্প খাতের প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করছে। এছাড়া তিনি বলেন, এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় কিস্তির ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ। এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে না নেওয়ায় আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে।