ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো জানান, অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ফ্রান্সজুড়ে দুই দিন ব্যাপক তল্লাশি অভিযান চালানো হবে। বুধবার ও বৃহস্পতিবার প্রায় চার হাজার নিরাপত্তা বাহিনী এই দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরে ইতোমধ্যেই ৪৭ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। বিশেষ করে প্যারিসের উত্তরের গারে দ্যু নর্দ স্টেশনে অভিযান পরিচালিত হবে, যেখানে বাংলাদেশের অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি বেশি। ইউরোস্টার ট্রেন ব্রিটেন থেকে এখানে এসে থামে। জানা গেছে, ফরাসি কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে, তারা যেন দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহ করেন এবং আইনি সহায়তা নেন।