Web Analytics

নীলফামারীতে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সহসভাপতি হেদায়েত আলী শাহ ফকির বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌর বাজার কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তার সঙ্গে আরও নয়জন ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে হেদায়েত আলী শাহ ফকির বলেন, তুহিন ভাইয়ের মতো প্রার্থী পেয়ে তারা গর্বিত এবং নীলফামারীর উন্নয়নে তার বিকল্প নেই। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রকৌশলী তুহিন বলেন, তিনি নীলফামারীকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চান এবং শিক্ষা ও স্বাস্থ্যনগরী হিসেবে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে রংপুর বিভাগের মধ্যে নীলফামারীকে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠা করবেন এবং এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!