প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে। দায়িত্বে থাকাকালীন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন তিনি। অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান উপদেষ্টা আদিলুর রহমানকে জাতিসংঘে হেনস্থা করেন বলে কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। অভিযোগ, উপদেষ্টা জাতিসংঘে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়েছেন!