বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। রোববার এক বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।' তিনি বলেন, ‘বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তার কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাকে তার আদর্শ থেকে বিচলিত বা লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল। উপদেষ্টা আরো বলেন, ‘এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। বদরুদ্দীন উমর সব সময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।