ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে, যা তেহরানের বোমা তৈরির সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই অভিযানে ইরানের পারমাণবিক বিজ্ঞানী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়। তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম জানায়। জবাবে ইসরায়েল সরকার দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে। ইরান এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি।