আসন্ন যুব এশিয়া কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। আট দল নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ ডিসেম্বর স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে। এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে, যা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল হবে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে। সব ম্যাচ শুরু হবে রাত ৯টায় গালফ মান সময়ে।