জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি করেছে ‘জুলাই ঐক্য’। সংগঠক মোসাদ্দেক আলী বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। আইসিটির প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য। এছাড়া গণমাধ্যম ও কালচারকে ফ্যাসিস্টমুক্ত করা, সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, সকল দুর্নীতির বিচার করা ও সচিবালয়ের ফ্যাসিস্টদের দোসরদের আইনের আওতায় আনার দাবিও জানায় জুলাই ঐক্য।