২১-২৩ মার্চ নেনজিংয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল নন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জহির রায়হান। ৪০০ মিটারে টানা দশবার জাতীয় চ্যাম্পিয়ন জহির রায়হানের নাম বুধবার রাতে ওয়ার্ল্ড অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে পাঠিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। এতে সদ্যসমাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা ইসমাইল হতাশ। ফেডারেশন বলছে, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বিবেচনায় জহিরকে বেছে নেওয়া হয়েছে। অর্থ সংকটের কারণে নেওয়া যাচ্ছে না দুইজনকে।