মানিকগঞ্জের সিংগাইরের এক সৌদি প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট আটকে রেখে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার ওসি মোশারফ হোসেনের বিরুদ্ধে। রোববার ভুক্তভোগী মোহাম্মদ মোশারফ হোসেন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, গত ২৪ মে মোশারফ হোসেনকে জেলা ডিবি অফিসে ডেকে নেন ওসি। এ সময় তার বিরুদ্ধে প্রতিবেশীর একটি লিখিত অভিযোগ রয়েছে মর্মে তদন্তের কথা বলে সৌদি ভিসাযুক্ত পাসপোর্ট ও বিমানের টিকিট জব্দ করেন। এর আগের দিন এই প্রবাসীসহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমানকে আটকে রাখা হয়।