নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ৭ বছর আগে ভিশন–২০৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন খালেদা জিয়া। ২ বছর আগে ২৭ দফা দিয়েছিলেন তারেক রহমান। আরো বলেন, ঐকমত্য কমিশন এখন বলছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐকমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। খসরু বলেন, ৫ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের অনেকেই বিদেশে থাকতেন। আর আমাদের হয় জেলে, না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। সুতরাং বিচারকাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই।’