Web Analytics

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের ১১টি সর্বাধিক পরিদর্শিত জাতীয় উদ্যানে প্রবেশের জন্য বিদেশি দর্শনার্থীদের প্রতি জনে ১০০ ডলার ফি দিতে হবে। বিদেশিদের বার্ষিক পার্ক পাসের মূল্যও ৮০ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হবে। স্বরাষ্ট্র সচিব ডগ বার্গাম জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এই পদক্ষেপের লক্ষ্য হলো আমেরিকান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের মাধ্যমে পার্ক রক্ষণাবেক্ষণে অবদান নিশ্চিত করা। গ্রেট স্মোকি মাউন্টেনস, জায়ন ও গ্র্যান্ড ক্যানিয়নসহ বেশ কয়েকটি জনপ্রিয় পার্ক এই নীতির আওতায় আসবে। তবে এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন ট্রাম্প প্রশাসন জাতীয় উদ্যান পরিষেবার বাজেট থেকে এক বিলিয়ন ডলার পর্যন্ত কাটছাঁটের প্রস্তাব দিয়েছে। বাজেট সংকটের কারণে চলতি বছরেই পরিষেবাটি প্রায় ৪,০০০ কর্মী হারিয়েছে। নতুন ফি কাঠামোটি আর্থিক ঘাটতি পূরণ এবং মার্কিন নাগরিকদের জন্য পার্কগুলোকে সাশ্রয়ী রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।