২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্র অধিকাংশ নন-ইমিগ্র্যান্ট ভিসায় নতুন ২৫০ ডলারের ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ চালু করবে, যা বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। এই ফি পর্যটন, শিক্ষার্থী ও কর্মী ভিসায় প্রযোজ্য, ফলে একটি বি-১/বি-২ ভিসার মোট খরচ প্রায় ৪৭২ ডলার হবে। নির্দিষ্ট শর্ত পূরণের ক্ষেত্রে ফি ফেরত পাওয়া যাবে। এটি আইনসম্মত আচরণ উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে এবং রেমিট্যান্স করসহ অন্যান্য অভিবাসন নীতির অংশ।