বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসার মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছিল তার সমর্থকরা। যে কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনের প্রধান কার্যালয়ে যেতে পারেননি সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। অবশেষে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি। অফিসে গিয়ে শাহজাহান মিয়া বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে। এ সময় তিনি ডিএসসিসির সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান এবং অনেক কর্মকর্তাকেও নগর ভবনে যেতে দেখা গেছে।