Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, উগ্র হিন্দুবাদী গোষ্ঠীর কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানায় এবং মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানায়।

এটি চলতি ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে তলব। এর আগে ১৪ ডিসেম্বর তাঁকে তলব করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ও এক রাজনৈতিক হামলার অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল।

পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক এই ঘটনাগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে। তবে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!