মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাবটি হামাস গ্রহণ করলেও গাজায় ইসরাইলি আগ্রাসন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক ঘোষণায় বলেছেন, গাজার বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনাও বাস্তবায়ন করবেন। নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপের সমন্বয়ই বন্দিদের উদ্ধারের একমাত্র উপায়। আমরা ট্রাম্প পরিকল্পনা, অর্থাৎ স্বেচ্ছামূলক অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করবো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।