Web Analytics

সারজিস আলম লেখেন, ‘ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি। তিনি বলেন, বিএনপি অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। আরো বলেন, উপদেষ্টা হিসেবে না হোক, গণঅভ্যুত্থানের একজন নেতৃত্ব চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ, অপমান করাতে পারেন না, পরোক্ষভাবে এই দায় তার ওপরেও বর্তায়।

Card image

Related Rumors

logo
No data found yet!