গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার বিচার এবং রাষ্ট্রব্যবস্থা সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। শুক্রবার চকরিয়ায় পথসভায় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কোনো দল এককভাবে ক্ষমতার কর্তৃত্ব দেখাতে পারবে না। তিনি আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, চাঁদাবাজি, হত্যার নিন্দা করে বলেন, এসব কর্মকাণ্ড নতুন বাংলাদেশে বরদাশত করা হবে না। ছাত্রদল কর্মীদের চাঁদাবাজি ও ব্যবসায়ী হত্যা নিয়েও সমালোচনা করে নুর বলেন, বিএনপিকে বলতে চাই, এমন ঘটনা নতুন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই ধরণের অপকর্ম যারাই করবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে বাধ্য হবে ছাত্র-জনতা।