জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়েছে। কিন্তু এই নজিরবিহীন স্বচ্ছতা ও সহযোগিতার প্রতিদান হিসেবে তেহরান সাহায্য না পেয়ে বরং বোমাবর্ষণের শিকার হচ্ছে। তিনি বলে, বিপরীতে ইসরাইল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেনি। ফলে দেশটির ওপর আইএইএ’র পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা কার্যকর নয়।