Web Analytics

হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। বেলা এগারোটার দিকে রেলপথ অবরোধ করেন এবং অনির্দিষ্ট কালের জন্য ঢাকা–ময়মনসিংহ রেলপথ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভও করছেন শিক্ষার্থীরা। তাদের ৬ দফা দাবিগুলো হলো- অবৈধভাবে হল ত্যাগের নির্দেশনা বেলা দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোয় চলমান সব ধরনের সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে হবে, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের ওপর হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!