Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, যেন তারা এমন দোয়া করেন যাতে তার নেতৃত্বে গর্ব করতে পারেন। তিনি বগুড়ার মানুষকে মানসিকভাবে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের সমর্থন পেলে বাংলাদেশকে আরও শক্তিশালী ও সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐক্যের আহ্বান স্মরণ করে বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার গঠন হলে চাকরি ও ব্যবসা-বাণিজ্যে যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো আঞ্চলিক পক্ষপাত থাকবে না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়াকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে এ মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আসন্ন ১২ তারিখের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে, তাই গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তনে সবাইকে এক কাতারে কাজ করতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!