ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা দুই ম্যাচ ড্র করার পর মিকেল আর্তেতার দল জয়ের পথে ফিরতে চায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। অন্যদিকে, পয়েন্ট টেবিলের পাঁচে থাকা ম্যানইউর অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের জন্য এটি বড় পরীক্ষা।
প্রতি মৌসুমেই দুর্দান্ত শুরু করেও মাঝপথে ধারাবাহিকতা হারায় আর্সেনাল, যা তাদের শিরোপা অভিযানে বড় বাধা। চলতি মৌসুমেও লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে টানা ড্র তাদের গতি কমিয়েছে। অন্যদিকে, আর্সেনালের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হেরেছে ইউনাইটেড এবং এমিরেটসে টানা চারটি লিগ ম্যাচে পরাজিত হয়েছে। তবে গত মৌসুমের এফএ কাপে আর্সেনালের মাঠে ১০ জনের দল নিয়েও পেনাল্টি শুটআউটে জয় পেয়েছিল ইউনাইটেড।
আজকের ম্যাচে দেখা যাবে আর্সেনাল হারানো পয়েন্ট উদ্ধার করে শীর্ষে অবস্থান মজবুত করতে পারে কি না, নাকি নতুন কোচের অধীনে ম্যানইউ ঘুরে দাঁড়ায়।