স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৮ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। আরো জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১-৫০ ও আরেকজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৩১ জনের।