জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে গণসংযোগে জনগণের কাছে তার দলকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা ও পথসভায় তিনি বলেন, এনসিপি জনগণকেন্দ্রিক রাজনীতি করতে চায় এবং প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তিনি বলেন, এনসিপি কোনো গুন্ডানির্ভর রাজনৈতিক দল নয় এবং তারা ভয়ভীতি বা বলপ্রয়োগে ভোট নিতে চায় না। জনগণের ভালোবাসা অর্জন ও প্রত্যাশার বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। মাত্র নয় মাস আগে গঠিত দলটি ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। গণসংযোগকালে স্থানীয় নারী-পুরুষ হাসনাত আবদুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনী খরচের জন্য অর্থ সহায়তা দেন। এ সময় স্থানীয় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।