Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলা সারা দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। ঢাকার ৮ নম্বর আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী মো. এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হন। এসব ঘটনার পর প্রার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

বিএনপি, জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টির নেতারা এসব হামলাকে নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের সহিংসতা নির্বাচনে অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর ও স্পেশাল ব্রাঞ্চ প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ শুরু করেছে এবং আসনভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচনের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!