Web Analytics

লালমনিরহাটে গত ৪৮ ঘণ্টার অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতা। লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পুলিশ জানায়, আটজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।