পুনঃনির্মাণের জন্য সিরিয়ায় এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ায় ইসলামপন্থীদের এক জাতীয় সম্মেলন আয়োজন করেন তিনি। প্রেসিডেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে লাল গালিচায় হেঁটে শত শত সিরিয়াবাসী যোগ দেন। গতবছর এইচটিএস এর নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে বাশারের পতন হওয়ার আগ পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা খুবই সীমিত ছিল। কেবলমাত্র কিছু বিদেশী অতিথিদের জন্য। উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট বলেন, সিরিয়া নিজেই নিজেকে মুক্ত করেছে।