৪ ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। দেশীয় অস্ত্র দেখা গেছে সংঘর্ষ সথলে ও বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ৬ জনকে আটক করেছে। প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন হারুন মণ্ডল, সরকার পরিবর্তনের পর আলমগীর নামে এক ব্যক্তি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটে। পুলিশ ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।