Web Analytics

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে। লোহিত সাগরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার সোমালিয়া সরকার এই সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশটিতে স্থাপিত আমিরাতের সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে সরে আসতে হবে আমিরাতকে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের হাতে আসা নথি অনুযায়ী, সরকারি সংস্থা, সংশ্লিষ্ট সংস্থা ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে সব ধরনের চুক্তি এই সিদ্ধান্তের আওতায় পড়বে। বারবারা, বোসাসো ও কিসমায়ো বন্দর ঘিরে হওয়া সব চুক্তি ও সহযোগিতাও এতে অন্তর্ভুক্ত। সোমালিয়ার মন্ত্রিপরিষদ দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও বাতিল করেছে।

নথিতে বলা হয়েছে, সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার গুরুতর পদক্ষেপের প্রতিবেদন ও প্রমাণ প্রকাশের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ সোমালিয়ার পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!