আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল-মিটিং করছে। এ বিষয়ে এক জিজ্ঞাসার জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’ উপদেষ্টা বলেন, সব বাহিনীর প্রধানদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে।