Web Analytics

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, রাজনৈতিক মাফিয়া ও সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে। মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করেন, পরিকল্পিতভাবে দেশকে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং আইনের শাসনের পরিবর্তে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠিত হয়েছে।

সাইফুল হক ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে নজিরবিহীন বিভীষিকা হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ায় দেশজুড়ে খুনিরা উৎসাহিত হচ্ছে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিষ্ক্রিয়তা দুর্বৃত্তদের পরোক্ষভাবে মদদ দিচ্ছে।

সভায় দলটি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়, অন্যথায় দেশজুড়ে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে সতর্ক করে।

Card image

Related Rumors

logo
No data found yet!