গুগলের প্রকাশিত ২০২৫ সালের সার্চ ট্রেন্ডে দেখা গেছে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রযুক্তি, বিনোদন ও রাজনীতি বিষয়ক তথ্য খুঁজেছেন সবচেয়ে বেশি। মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কির্কের হত্যাকাণ্ড, নেটফ্লিক্সের অ্যানিমেটেড ছবি ‘কেপপ ডেমন হান্টার্স’ এবং পপ মার্টের ভাইরাল খেলনা চরিত্র ‘লাবুবু’ ছিল বছরের আলোচিত সার্চ বিষয়। এসব বিষয় মানুষের আগ্রহ ও সাংস্কৃতিক প্রবণতার প্রতিফলন ঘটিয়েছে।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষ করে গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’ নিয়ে অনুসন্ধান ব্যাপকভাবে বেড়েছে। ‘এআই কী’ বা ‘জেমিনি কীভাবে কাজ করে’—এমন প্রশ্ন সার্চের শীর্ষে ছিল, যা প্রমাণ করে সাধারণ মানুষও এখন এআই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহী।
অন্যদিকে, ইরান-ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউনসহ আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাও সার্চ ট্রেন্ডে প্রভাব ফেলেছে। এসব তথ্য প্রমাণ করে, দৈনন্দিন জীবন থেকে বৈশ্বিক ঘটনাপ্রবাহ—সবকিছুর জন্যই মানুষ এখনও গুগলের ওপর নির্ভরশীল।