ডেনমার্কের অধীন উত্তর মেরু অঞ্চলের ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ডেনিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি ন্যাটো দেশগুলোর মধ্যে তীব্র সংকট সৃষ্টি করেছে।
ট্রাম্পের বক্তব্যের পর গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীরা রুবিওর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ করেন। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প ন্যাটো জোটে বিভক্তির ঝুঁকি নিয়ে সামরিক পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে রুবিও কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় সামরিক বিকল্প রাখেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানান, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে ফ্রান্স মিত্রদের সঙ্গে কাজ করছে।
রুবিও আরও বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলে আসছেন, যদিও তিনিই প্রথম প্রেসিডেন্ট নন যিনি এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।