Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। শনিবার মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজারে জুলাই আন্দোলনের শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশপ্রেমিক নাগরিকরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে একযোগে কাজ করবে।

আদিলুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে, কিন্তু ফ্যাসিবাদী শক্তি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এর আগে তিনি সদর উপজেলার ঘটমাঝি এলাকায় গিয়ে জুলাই শহীদ মামুন সরদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকালে শহরের শকুনি লেকের পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!